ধীরে,ধীরে আমার বয়স যখন বাড়তে থাকল, আমি এইটা ফিল করি যে, আমি 300 টাকার ঘড়িতে, যে সময় দেখব! 3 লাখ টাকার সেই ঘড়িটাতে ঠিক একই সময় দেখাবে।আমার কাঁধে তিন হাজারের ব্যাগ হোক,আর তিন লাখের হোক,আমি সেই ব্যাগে একই জিনিস রাখবো😯আমি বিজনেস ক্লাস টিকেট এ, যাতায়াত করি, অথবা ইকোনমিক্স টিকেটে যাতায়াত করি, কিন্তু আমি আমার গন্তব্যে, একই সময় পৌছাবো।আচ্ছা এটা কি খুব জরুরী? যে আমি আইফোন হাতে নিয়ে থাকি, আর মানুষ আমাকে, খুব বুদ্ধিমান আর চালাক ভাবে? এটাও কি খুব দরকার, যে আমাকে প্রতিদিন কেএফসি, অথবা খুব নামীদামী রেস্টুরেন্টে খেতে হবে? যাতে মানুষ আমাকে না ভাবে, যে আমি খুব কৃপণ হাড় কিপটে স্বভাবের? আচ্ছা আমি কি এডিডাস অথবা নেকের পোশাক পড়বো? যাতে আমাকে জেন্টালম্যান মনে হয়?না বন্ধু! আমার কাপড় বেশিরভাগ সময়, খুব সাধারন হয়ে থাকে। আর আমি আমার বন্ধুদের সাথে, চায়ের দোকানে বসে আড্ডা দেই!😦কখনো ক্ষুধা লাগলে, খুব সাধারন হোটেলে গিয়ে খাবার খাই। কথাবার্তাও খুব সাধারণভাবে বলে থাকি। আমি চাইলেই, সেই সব কিছু করতে পারি, যা আমি এখনই বলেছি!! কিন্তু আমি এমন মানুষকেও দেখেছি,যাদের আমার এডিডাস থেকে কেনা, একটা শাটের দামে পুরো মাসের খরচ চলে যাবে:"আমি এমন পরিবারকেও দেখেছি, যারা আমার একটা, মেঘ বার্গারের দাম দিয়ে পুরো বাড়ির খাবার তৈরি করে"! আমি এখান থেকেই গোপন সূত্র পেয়ে গেছি যে, টাকা-পয়সায় সবকিছু নয়!"আপনারা যারা একটি মানুষের আউটলুক দেখে, তার মূল্যায়ন করেন, তারা এখনই তার চিকিৎসা, করিয়ে নিন। কারণ মানুষের মূল্যায়ন তো তার চরিত্র, চলাফেরা, কথাবার্তা, আচার- আচরণনেই, ফুটে ওঠে। কিন্তু এটা নয়, সে দেখতে কেমন? সে কতটা সুন্দর! কতটা সুন্দরকরে কথা বলতে পারে! শুদ্ধকরে কথাবলে! নয়তো, সে ইংরেজিতে কথা বলতে পারে কিনা।
এই কথাগুলো মাঝে যে সকল ভুলত্রুটি আছে প্লিজ সেগুলো, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
_______😞
#সংগৃহীত

শেষ একটি কথা, নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, যারা লোক দেখানোর জন্য, সব ধরনের কাজকর্ম করে, তারা, আপনার বিপদের সময় ও লোকদেখানো সাহায্যের হাত বাড়িয়ে দেয়।