• আমার বিয়ে


    শেষপর্যন্ত কউকে না জানিয়ে বিয়ে করব এমন কিছু কখনো ভাবিনি, তাইবলে কাছের বন্ধুদের ও জানাবনা তাকি করে হয়, এর পর সবকিছু যেন নিজের অজান্তেই হয়ে গেল.... :) :/ :/
    সেই সময় কেন জানাতে পারিনি এখনতো সেটা জানাতে পারি, :( প্রতিদিনকার মত নিদিষ্ট সময়ে আমি ক্যাম্পাস এ উপস্থিত, এমন সময় হঠাৎ আমার ফোন বেজেউঠল ফোনেটি হাতে নিতেই স্ক্রিন এ দেখলাম মহারানীর ফোনদিয়েছে । এই সময়ে প্রীয়ন্তির ফোন দেওয়ার কথা না,,,! হ্যা আমি আমার মহারাণী কে প্রীয়ন্তি নামেই ডাকি ( এটা আমার দেওয়া ছদ্ব নাম) মহারাণীর ও নাকি নামটা ভালোই লাগে, যাই হোক সাত-পাচঁ ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলাম...
    -হ্যাল(আমি)
    -কোথায় তুমি..?(রাগান্বিত স্বরে প্রীয়ন্তি)
    -এই তো ক্যাম্পাস এ, কেনগো মহারাণী..?
    -তুমার সাথে কিছু কথা আছে,
    -সেতো প্রতিদিনই থাকে এআবার নতুন কিছু নাকি, কি হয়েছে প্লিজ তাড়াতাড়ি বলো আমার আবার ক্লাসে যেতে হবে..
    -রাখো তোমার ক্লাস, এখনি একবার আমার সাথে দেখা করো প্লিজ, আমি বাসাথেকে বেরহচ্ছি তুমি তাড়াতাড়ি আসো (টুট,টুট, টুট__ কথা শেষ না হতেই ফোনটা রেখে দিল
    হঠাৎ এতো জুরুলি তলব কারণটা ঠিক বুঝতে পারছিলাম না, ক্লাসটা বেস্থে দিয়ে কিহতে পারে এইসব চিন্তাভাবনা নাকরে রিক্সা নিলাম মহারাণীর বাসাপর্যন্ত, বাসার কাছাকাছি গিয়ে মহারানী কে ফোন দিয়ে বেরুতে বললাম ।
    আমি বাসার সামনে পৌঁছামাত্র দেখি মহারানী বের হলেন, মহারানী কে দেখে আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না আমি কি দেখছি মহারাণী কে কখোন শাড়িপরিহি অবস্থায় এতোটা কাছে থেকে দেখিনি, মহারানীর ডাকে যেন আমি সজ্ঞেণে ফিরলাম..
    -এইযে, কিহল অমন করে কি দেখছো..?
    -তোমাকে দেখেছিলাম
    -আগে কখনো দেখনি বুঝি..?
    -হুম, তবে আজে তোমাকে যেনে একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে আমার বিবাহিত বউরাণী
    -তাই বুঝি, হয়েছে আর বলতে হবেনা (মুখানা যেন লজ্জায় লাল হয়ে গেছে)
    -তো বউরাণী, জুরুলি তলব কেন জানতে পারি..?
    -কি বললা (চোখ দুটো বড়-বড় করে আমার দিকে)
    -ওকে, "মহারাণী" বলছি এইবারতো বলো
    -আমাদের এখনি একটু কাজী অফিস এ যেতে হবে
    -কেন..? (হঠাৎ কাজী অফিসের কথা শুনে আমার মাথা কাজ করছে না
    -তন্নি আর মুহিত ওখানে আছে, আমাদেরকে ও যেতে বলছে,
    -অ আচ্ছা, চলো তাহলে আর লেট করাঠিক হবে না (এতোখনে যেন স্বাভাবিক হতে পার লাম
    -হুম চলো..
    তন্নি আর মহিত এর অনেক দিনের সম্পক সেটা আমার দুজনেই জানতাম বাকিটা নাহয় অন্য দিন বলবো ।
    রিক্সা ওয়ালা মামাকে বলাম কাজী অফিস যেতে, আমাদের পৌছতে প্রায় ১০ মিনিট লাগবে এর মধ্যে মহারাণীর সাথে অনেক কথা বললাম, কথায় কথায় শুনলাম তন্নির বিয়ে ঠিক হয়েছে তাই ওরা এই স্বীদ্ধান্ত নিয়েছে, সেখানে যথারীতি তন্নি ও মুহিত এর বিয়ের কাজটা সম্পূর্ণ হওয়ার পর আমি মহারাণী কে বললাম...
    -এইযে, মহারাণী আমাদের বিয়েটাও কি আজ হয়ে যাবে নাকি..?? (মজা করার ছলে)
    -না গো, মহারাজা আমাদের টা কিছুদিন পরেই হোক !!!
    -ওকে মহারাণী সাহেবা, আপনি যেহেতু চান না তাহলে তাই মেনে নিলাম ।।
    এখানেই শেষ হতে পারতো কিন্তু না, তন্নি আর মুহিতে এর অনুরুদ্ধএ দেখি আমার মহারাণীও রাজি হয়ে গেল !!!!! :)
    এখন আর কি করার আমার তো বাকরুদ্ব অবস্থা মনে মনে ভাবতে লাগলাম শেষ বেলাই মজাটা টা হয়তো একটু বেশী হয়েগেছিল । কেন যেন বলতে গেলাম..? নিজেই নিজেকে প্রশ্ন করলাম, হঠাৎ মুহিত বললো..
    -আপনারা আমাদে বিয়েতে থাকলেন, স্বাক্ষী হলেন আর আমাদের কি আপনার বিয়েতে থাকতে দিবেন না,(মুহিত)
    -আসলে আমার অর সাথে কিছু কথাছিল,,,! (আমাকে কিছুই বলতে দিলনা)
    -বিয়ের পর অনেক সময় পাবেন
    তন্নি এসে বললো ভাই কাজী সাহেব ডাকছেন আপনার সাক্ষর লাগবে, মুহিতের অনুরুদ্বের সাক্ষর দিতেই যাচ্ছিলাম,,,, আর যাওয়া হলোনা কেন যানে..? এমন সময় আম্মুর ডাকে আমার ঘুমটা ভাঙো আর সেই সাথে ভাংচুর হয়ে গেল আমার অপরিকল্পিত কল্পনা জগতের বিয়ে ।।
    লেখা: "Best of Rj" #___________________________________Rj
  • GET A FREE QUOTE NOW

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.

    ADDRESS

    4759, NY 10011 Abia Martin Drive, Huston

    EMAIL

    contact-support@mail.com
    another@mail.com

    TELEPHONE

    +201 478 9800
    +501 478 9800

    MOBILE

    0177 7536213 44,
    017 775362 13