• পথচারী ও রাস্তার



    রাস্তা দিয়ে হাঁটতেছি । একটা সুন্দরী মেয়ে দেখে বেশ কয়েক বার তাকালাম । মেয়েটা হুট করেই আমাকে বলে বসলো, কি ব্যাপার ? সুন্দরী মেয়ে দেখলেই তাকাতে হয় ? জীবনে মেয়ে দেখেন নি ? আমি বললাম সরি ভুল হয়েছে । আর তাকাবো না, বলে চলে আসলাম । -> দুই দিন পর একটা মেয়ে আমাকে দেখে এভাবে বেশ কয়েকবার তাকালো । এরপর আমি গিয়ে উনাকে বললাম, কি ব্যাপার ? সুন্দর ছেলে দেখলেই তাকাতে হয় ? জীবনে ছেলে দেখেন নি ? মেয়েটা তখন তেলে বেগুনে জ্বলে উঠে বলল, উরিসশালা ! যেই না চেহারা আবার নাম রাখছে পেয়ারা । তুই কি এমন হিরো যে তোকে আমার দেখতে হবে ? আয়নায় মুখ দেখছোস কখনো ? আমি তখন বললাম আমার ভুল হইছে । বলে আবার সরি বলে চলে আসলাম ।
    => একদিন বাসে করে যাচ্ছি । ভীড়ের মধ্যে এক মেয়ের শরীরে হাত লেগে গেল । মেয়েটা তখন চিল্লায়ে বলে উঠলো, লুইচ্চা বদমাইশ ! মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে ? বাসায় মা বোন নাই ? আমি তন্দ্রা খেয়ে দাঁড়ায় আছি । বাসের লোকজন কটমট করে আমার দিকে তাকাচ্ছে । কেউ মারার জন্য শার্টের হাতা গুটাচ্ছে । আমি তখন বললাম সরি আমার ভুল হইছে । আমাকে তখন বাস থেকে নামায় দেওয়া হলো । এর কয়েকদিন পর একই রকম ভাবে চলন্ত বাসে এক মেয়ের হাত আমার শরীরে লাগলো । আমি তখন চিল্লায়ে বললাম, লুইচ্চা ডাইনী ! ছেলে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে ? বাসায় বাপ ভাই নাই ? মেয়েটা তখন উল্টা ঝারি দিয়ে বলল, আরে ভাদাইম্যা বেটা তোরে ধাক্কা দিতে কি ঠেকা পরছে আমার ? আমার কি খাইয়া কাজ নাই যে তোকে ধাক্কা দিমু ? ভুল করেও যে গায়ে হাত লাগতে পারে এটা মাথায় ঢুকে না ? আমি আবার তন্দ্রা খেয়ে গেলাম । বাসের বাকী লোকজন আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছে । আমি তখন আবার মেয়েটাকে সরি বলে বাস থেকে নেমে গেলাম ।
    => আমার এক বন্ধু একটা মেয়েকে পছন্দ করে । সেই মেয়েটা আবার আমাকে পছন্দ করে । একদিন আমার বন্ধু মেয়েটাকে প্রপোজ করে বসলো । মেয়েটা শপাং করে আমার বন্ধুকে মারলো এক থাপ্পড় । যারা উপস্থিত ছিল সবাই বলল উচিত বিচার । একদম ঠিক হইছে । এর কয়েক দিন পর মেয়েটা আমাকে প্রপোজ করে বসলো । আমি তখন শপাং করে মারলাম এক থাপ্পড় । কিন্তু একি ! থাপ্পড় দেওয়ার সাথে সাথেই উপস্থিত মানুষজন আমাকে ধরে ফেললো । কয়েক জন নাকে মুখে কয়েকটা বসিয়েও দিলো । তারপর বেঁধে রাখলো । আমার বাবা মা মেয়ের বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে আমাকে বাড়ি নিয়ে আসলো ।
    => এক মেয়ে লুঙ্গী পরে ফেইসবুকে ছবি আপলোড দিলো । শিরোনামে লিখলো, ইয়াহহহহহ..... আমিও পারি লুঙ্গী পরতে । সেখানে কমেন্ট গুলো ছিলো এরকম: জোশ লাগছে আপ্পু, ফাটাফাটি, অস্থির লাগছে, এবার লুঙ্গীও দখল ওয়াও । এর কয়েক দিন পর আমিও ফেইসবুকে শাড়ী পরে একটা ছবি আপলোড দিলাম । শিরোনামে লিখলাম, ইয়াহহহহ.... আমিও পারি শাড়ী পরতে । সেখানে কমেন্ট গুলো ছিলো এরকম: শালা হাফ লেডিস, হিজড়া একটা, পাবনা যাও, ছেলেদের ইজ্জতটা আর রাখলি না ।
    => চাকুরীর ভাইভা দিতে গেছি । ওয়েটিং রুমে বসে আছি । আমার পাশে একটা মেয়ে আছে সেও ভাইভা দিতে আসছে । উনার সাথে কথা বার্তার এক পর্যায়ে উনার কাগজপত্র গুলো দেখলাম । উনার চাইতে আমার রেজাল্ট বেশ ভালো । মেয়েটার আগেই আমার ডাক পড়লো । ভাইভা দিলাম খুব ভালোই । এরপর মেয়েটা গেলো । আমি বসে থাকলাম মেয়েটার ভাইভা কেমন হয় জানার জন্য । মেয়েটা ফিরে এসে বলল তার ভাইভা ভালো হয় নি । বলতে গিয়ে মেয়েটা কেঁদেই ফেলল । আমি তখন মেয়েটাকে শান্তনা দিলাম । মনে মনে আমি খুশী । যাক চাকুরীটা তাহলে আমার হয়ে যাবে হয়তো । কিন্তু যেদিন ভাইভার ফল বের হলো সেদিন জানলাম যে অফিস থেকে মেয়েটাকেই সিলেক্ট করা হয়েছে আমাকে নয় ।
    => একদিন বাসে অনেক কষ্টে একটা সীট পেলাম । কিছুক্ষণ যাওয়ার পর পরের স্টপেজে একটা মেয়ে উঠলো । মেয়েটা দাঁড়িয়ে যাচ্ছে আমি বসে যাচ্ছি এই বিষয়টা আমি নিতে পারলাম না । মেয়েটাকে বললাম আপনি বসেন আমি দাঁড়িয়ে যাচ্ছি । মেয়েটা বসে পড়লো । আমি সারা পথ দাঁড়িয়ে গেলাম । এর কিছুদিন পর আমি খুব অসুস্থ অবস্থায় বাসে উঠলাম । বাসে কোনো সীট পেলাম না । অনেক কষ্ট হচ্ছিল আমার। আমার পাশেই বেশ কয়েকটা মেয়ে সীটে বসে হৈ হুল্লোর করে যাচ্ছিলো । কিন্তু কেউ আমাকে অসুস্থ দেখেও একটা সীট ছেড়ে দিলো না ।
  • GET A FREE QUOTE NOW

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.

    ADDRESS

    4759, NY 10011 Abia Martin Drive, Huston

    EMAIL

    contact-support@mail.com
    another@mail.com

    TELEPHONE

    +201 478 9800
    +501 478 9800

    MOBILE

    0177 7536213 44,
    017 775362 13